অপ্রাপ্তি থেকে পালিয়ে দু'আনা প্রাপ্তির কোলে নিঙরে পড়ি
প্রাপ্তি অনেক দামী,
সে দাম দিতে না পেরে পালিয়ে আসি আলোর আশ্রয়ে,
চারদিকে এত আলো- চোখ ঝলসে যায় পলকে,
ঝাপিয়ে পড়ি অন্ধকারে।
অন্ধকারও অনুপম,
সেই উৎকৃষ্টতার বড় অযোগ্য আমি আশ্রয় নেই নিদ্রার আঁচলে,
সে আঁচলের প্রত্যেক বুননে স্বপ্ন,
স্বপ্নগুলো অমূল্য,
ভিখিরি আমি লজ্জায় দৌড়ে ফিরে আসি জীবনের কাছে।
জীবন অনেক সুন্দর।
এত সুন্দর আমার ললাট বইতে পারে না,
আমি পালাই, আমি ছুটে পালাই।
পালাতে পালাতে আর কোথায় যাবো?



৩১ মার্চ, ২০২২