কতশত মানুষ দেখেছি আলো-আঁধারে,
তাদের
কারো চোখে দেখেছি ভীষণ তুষারপাত
কারো চোখে তুমুল বর্ষণ
কারো চোখে সারাদিন জ্বলজ্বলে রোদ
কারো চোখে পৃথিবীময় সবুজ বনানী
আর
তোমার চোখে দেখেছি
মহাকালের অলঙ্ঘ্য এক পাষাণ-পর্বত,
দিব্যি দিচ্ছি-
সে পাহাড় লঙ্ঘন করার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই।
আগস্ট ০২, ২০২০