বেঁচে আছি বলে ভেবোনা, মরতে চাইনি কখনো।
যাযাবর বান ভাসিয়ে নিয়েছে বেঁচে থাকার শত আসবাব,
আকাশে ফাটল দেখেছি বহু- কালোমেঘ বিষাদ ঝঞ্জায়
জীবনকে করেছে তাড়া।
এন্টার্কটিকার শৈত্যপ্রবাহ জীবনকে কতবার করেছে
অনাসক্ত, জমে থাকা বরফ জন্মকে কতবার করেছে
কঠোর শাসন।
বিপর্যস্ত ছাউনি বিপন্ন মাথায় ভেঙে পড়েছে অহরহ,
বেঁচে থাকার ইচ্ছেটাই করেছে লুটপাট।
অন্তহীন রাতের বর্বর নাগপাশ ঠেলে দিয়েছে বহুবার
মৃত্যুর খুব কাছাকাছি স্পন্দনহীন দুয়ারে।
বাঁচবোনা বাঁচবোনা বলে, মৃত্যুর পরম অস্ত্র অগ্নিতে ছুঁয়ে
শমন-পরশ বুলিয়েছি জীবনের তনুতে।
এরপরও-
বেঁচে ফিরেছি অবনত শির-পরাজিত তিমিরে প্রাণ-লগ্ন আশায়।
মরবোনা মরবোনা বলে, তুমুল যুদ্ধ শেষে-
বেঁচে যেয়ে যেন মৃত্যুর ওষ্ঠেই করেছি রক্ত-চুম্বন।
বেঁচে যেয়ে যেন মৃত্যুকেই করেছি আলিঙ্গন প্রতিবার।
বেঁচে যেয়ে যেন আত্মহত্যাই করেছি ফেরারী আসামীর মত।
ভেবোনা-
বেঁচে আছি বলে, মারা যাইনি কখনো!

জুলাই ১৬, ২০২০