কতটুকু আর কাকে দিয়েছ, কে পেয়েছে প্রণয় আভাস-
কে নিয়েছে ব্যাপকহারে তোমার তনুর স্নিগ্ধ বাতাস
নদীর জলে ভাসিয়ে দিলে তোমার তোমায়
তার কতোটা কে ছুঁয়েছে, কে মরেছে নীল পিপাসায়
কেই বা জানে!
তারপরেতে আমি এসে
নীল আকাশে ঘুড়ির মতো উড়িয়ে দিলাম রিক্ত আমায়
কেউ কি ওড়ে!
যতটুকু আর যে পেয়েছে সেই তো ওড়ে- কিছুটা সময়।
নাটাই ছেঁড়া সুতোয় ভেসে তোমার কাছে আমার আসা
নষ্ট ফুলে মাতাল ভ্রমর খুঁজে ফিরে ভালোবাসা-
আর কিছু নেই।

নদীর জলে আকাশ নীলে যেই পেয়েছে- সেই পেয়েছে
যা দিয়েছ, সব দিয়েছ, সব দেয়ারই গদ্য আছে
সবাই জানে।
আমিও জানি
আমার হাতে মরুভূমি, মহাশূন্যের আরশখনি।


১৯ মে, ২০২২