স্রষ্টা মাটি থেকে মানুষ বানালেন
সেই মানুষ হয়েই আর বাকিদের মত
আমি জন্মালেও
তুই মাটি নয়;
জন্মেছিলিস নীরস কঠিন প্রস্তর হয়ে।
যে পাথরে জলপ্রপাত পতিত হয় সচ্ছল ছন্দে
সেই একই পাথরে মাটির মানুষ ভেঙে-চূরে যায়।
তুই সেই পাষাণ,
যাতে ভালোলাগা বয়ে চলে অবিরাম
আর আমি তাতে ভেঙে চূরে যাই অনায়াস-অবহেলায়।
জানুয়ারি ২৯, ২০২১