অনেক প্রহর গেছে বয়ে
পাইনি সময় একটু ভাবার
দিন ফুরাল এখন যবে
এই তো সময় ফিরে যাবার।
ফিরে যাবার এই তো সময়
নিজের মাঝে নিজে আবার
মনকে ছুঁয়ে দেখবো আমি
বুজবো না এই চোখ দুটো আর।
চোখ দুটো আর বুজবো না যে
মিথ্যে কোন অলীক আশায়
হাত দুটো এই মেলবো না আর
ভ্রান্তলীলার ভালোবাসায়।
ভালবাসার মিথ্যে আশায়
থাকবো না আর পথচেয়ে
ফিরবো না আর ভ্রান্ত হয়ে
শূন্য হাতে রিক্ত হয়ে।
শূন্য হাতের রিক্ত ছোঁয়া
চাই না যে আর ফিরে পেতে
স্বপ্নলোকের কল্প আশা
দেখবো না আর নতুন পথে।
নতুন পথে ভাববো না আর
ফেলে আসা অতীত কথা
ফেলবো না আর চোখের জলে
জমাট-বাঁধা সুপ্ত ব্যথা।
সুপ্ত ব্যথা যাক উড়ে যাক
গুপ্ত দুটো ডানা মেলে
হৃদয় আমার থাকুক ভেসে
পুণ্যময়ীর আকাশ নীলে।
আকাশভরা নীলের আভায়
লিখবো আবার নতুন করে
গন্ধরাজের রূপের শোভা
দেখবো আমি দুচোখ জুড়ে।
দুচোখ জুড়ে দেখবো আমি
স্রোতস্বিনীর স্রোতের ধারা
নবীন পথের এই আকাশে
জ্বালবো আমি প্রদীপ-তারা।
প্রদীপ-তারা জ্বালবো আমি
ভুলবো না আর মিথ্যে মোহে
বাঁচার জন্য বাঁচব আমি
ছন্দহারা সুখ, বিরহে।