এতো কাছে এসেও কে চলে যায়!
স্বপ্নে স্বপ্নেই আমার ভালোবাসা।
আজ বড় বিভোর হয়ে আছি
কোন কিছুই এই ঝড় থামাতে পারছে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গান বেজে চলেছে,
আহারে, যদি স্বপ্ন ছুতে পারতাম!
ললাটের যে অংশটা নিতান্তই ফাঁকা
তা ক্রমেই স্বপ্নের দুনিয়ায় হাতছানি দিচ্ছে।
হায় ঘুম, এতো কাছে এসেও কে চলে যেতে চায়!
হৃদয়ের গভীরে শুধু বুলেট আর বুলেট।
আর ঘুমে ঘুমেই আমার শিহরণ।
ঘুম, তুমি ফলাও করে জানিয়ে দাও
এতো কাছে এসে চলে যাওয়া ঠিক না;
হৃদয়ের ক্ষত স্বপ্নের জগতে বিস্তৃত হয়ে যায় ব্যাপক!
২৯ নভেম্বর, ২০২৪