একটা টকটকে লাল গোলাপ ফুটবে বলে
কতকাল বসে আছি এই নিরালায়;
চেয়ে আছি ঐ কর্কশ মেঝের দিকে, নীরস সিমেন্ট
ভেদ করে যদি ফুটত একটা ফুল- তবে লেখা হয়ে যেত
নিরন্ত সুবিশাল এক এপিক।
সেই এক এপিকের খোঁজে ছুটে যেতে পারিনি দেশান্তরে, উড়ে যেতে
পারিনি প্রগাঢ় নীলিমায়, সাঁতরাতে পারিনি সাত সাগর আর তেরো নদী
এবং
অস্তিত্ব বিলীন করেও ছুঁয়ে দেখতে পারিনি তোমার মন।
যদি ছুঁয়ে ফেলতাম তোমার মন-
হতে পারতাম মস্ত জাদুকর, হতে পারতাম নিমগ্ন গাঙচিল,
সাঁতরাতে পারতাম হিমশীতল জলে,
আর
টকটকে এক লাল গোলাপ ফুটে উঠত এই শুষ্ক সিমেন্ট ভেদ করে।
জুলাই ৩০, ২০২০