ধরতে পারো,
আমার জীবন ফুলগাছের ছোট্ট
আর সামান্য একটা ফুল।
যদিও শ্রীহীন, তবুও ধরে নাও-
আমি একটা ফুল গাছের একটা
শোভাহীন ফুল।
বেশ খানিকটা সংগ্রাম করে পাপড়িগুলো
মেলি- ভোরবেলা শিশির জমে পাপড়িগুলোতে,
উবে যায় খানিক পরেই।
সারা বেলা প্রফুল্ল থাকি বেশ, তারপরি শুরু হয়
মৃত্যু-পরোয়ানা।
সাঁঝবেলায় পাপড়িগুলো শুকোতে থাকে ধীরে ধীরে,
কিছু সময়ের ব্যবধানে পুরো শরীরটাই তামাটে
হয়ে যায়।
শেষমেশ রাতের আঁধারে অগোচরে সামান্য
বাতাসের ঝাপটায় ঝরে যাই, পচে যায় সমস্ত
পাপড়িময় জীবন।
ধরতে পারো,
এই পচে যাওয়ার জন্যই অসুন্দর ফুল হয়ে ফুটেছিলাম
ঐ সুন্দর ফুলগাছে।
জুলাই ১৩, ২০২০