চলে যেতে চাই ভালবাসাহীন স্বর্গে
সে হয়ত দূরে, হয়ত সুদূরে
হয়ত শহরের নির্জনতম প্রান্তে
কোলাহল নেই যেখানে, কল্পনাতীত নীরবতার
বুকে যেখানে অভয়ে ছোরা চালিয়ে দেয় দুপুরের ক্লান্ততম
গাঙচিল।
আর আঁধার নেমে এলে মানচিত্র থেকে সমস্তই
বিচ্ছিন্ন হয়ে পরে যে স্বর্গ-
নিস্তব্ধ বিমূর্ত সে স্বর্গে চলে যেতে চাই আমি।
যেতে পারি কই?
বাঁধা পরে যাই শত অপার্থিব মায়াজালে,
শশব্যস্ত হাজার দেনা-পাওনায়,
আর তোমার বেঁধে দেওয়া ঐ নির্মম শিকলে।
এক পা দু পা করে এগোই সভয়ে-
যেতে যেতে হঠাৎ আচমকা এক টান দিয়ে বস,
তোমার ঐ হ্যাঁচকা টানে মুখ থুবড়ে ফিরে আসি আবার
শুরুর ঐ কেন্দ্রবিন্দুতে।
ভালবাসাহীন স্বর্গ ছোঁওয়া কিছুতেই হয়ে ওঠে না আমার
তোমার অপার্থিব মায়াজালের পুতুলখেলায়!

অক্টোবর ০১, ২০২০

উৎসর্গ- অভিমানী; অনিন্দিতা ভগিনী।