চলে যাওয়ার জন্যেই যদি কাছে আসা
তাহলে বলবো, থাক, কাছে এসো না কোনদিন
অমন দূরে দূরেই থেকো, যেন হৃদয়ে অনন্তকাল
ধরে রাখতে পারি তোমায়।
চলে যাওয়ার জন্যেই যদি ভালোবাসা
তবে তোমার ভালোবাসা চাই না আমি।
তুমি ভালোবাসলে, মরচে ধরা এ জীবনে
ফুটবে অজস্র রজনীগন্ধা; আঁধার মুছে যাবে দিনের
কোলাহলে; মরু আর থাকবে না মরু-
হয়ে যাবে সুবিশাল মরূদ্যান, স্বপ্নভূমি।
তুমি কাছে আসলে মৃতরাও পেয়ে যাবে প্রাণ,
বধ্যভূমি হয়ে যাবে ত্রিদিব অরণ্য।
এরপর একদিন যখন তুমি চলে যাবে
সেদিন মরে যাবে সব রজনীগন্ধা, আঁধারের
আহাজারি ভারি করে তুলবে আকাশ; স্বপ্নভূমি
ফের হয়ে যাবে রুক্ষ মরু।
তুমি যেদিন চলে যাবে সেদিন সদ্য প্রাণ পাওয়া
মৃতদের বিদ্রোহে ভেঙে যাবে সব শৃঙ্খল।
ত্রিদিব-অরণ্য ফের পালটে যাবে বধ্যভূমিতে।
একবার ভেবে দেখো, তুমি চলে যাওয়ার পর
কতই না বিশৃঙ্খল হয়ে পড়বে আমার পৃথিবী!
কক্ষপথ ছেড়ে বেড়িয়ে পড়বে এ ভুবন,
শুরু হবে তুমুল মহাপ্রলয়!
এত করুণ ধ্বংস কি পারবো আমি সহ্য করতে, বল!
তার চেয়ে বরং তুমি দূরে দূরে থাকো
কাছে এসো না, ভালোবেসো না।
খেয়ালি দুচোখে এক দুটিবার আমার পানে চেয়ো
হৃদয়ে ধরে রাখবো তোমায় আমার সারাটা জীবন।
জানুয়ারি ০৪, ২০২০