যদি কখনো সময় হয়ে পরে বিষণ্ণ-স্থবির
মৌন বিষাদ আলপনা আঁকা শুরু করে
তোমার মনের অঙ্গনে,
যদি হঠাৎ আকাশ ডেকে ওঠে;
কান্নার অগ্রিম মেঘবার্তা পাঠায় তোমার দুয়ারে;
তবে এক দৌড়ে চলে যেয়ো চেনা নদীর পাড়ে।
ঝিরি ঝিরি হাওয়ায় ফেলে দিও মাথার ওড়না
চোখ মেলে দিও স্রোতের চাঞ্চল্যে
হৃদয় খুলে দিও বৃষ্টির অগ্রিম আনুষ্ঠানিকতায়।

কোথাতেও আর না পেলে আমায়
পাবে শুধুই বৃষ্টির আনাগোনায়।
নদীর পাড়ে
থমথমে নীরবতায়
আপন বিষণ্ণতায়
লুপ্ত আমায় খুঁজে পেলে
তুমি চুল খুলে দিও তখন-
তোমার দোদুল্যমান চূর্ণকুন্তলে বিষাদের আঙুল ছোঁয়াবো,
গুঁজে দেবো তাতে বিষাদগোলাপ
প্রিয়তমা,
অতটুকু আত্মার প্রাপ্য।

১৮ মার্চ, ২০২১