তোমাকে খুঁজতে এসে খুঁজে নিলাম ভুল ঠিকানা
তৃষ্ণা বুকে চাতক আমি পিষে গেছে আমায় চামর বেগানা
তবুও আমার তৃষ্ণা সে কি মিটে!
কামড়ে ধরি তোমার পোড়া ভিটে
যদি মাটি ফেটে আসে ছুটে কোথাও পরম
তাঁর আদরে এ ভাদরে ভাঙবো লাজুক বেশরম!
তুমি আসবে বলে আজও তো কুড়িয়ে যাই বাতি
হঠাৎ আধার ঘরে পা ফেললে কুড়িয়ে পাওয়া
আলোয় হবে তোমার আরতি!
ভালোবাসার বেসাতি যা সাজিয়ে রেখেছি শয্যায়
সব তার অকাতরে ঢেলে দিবো ঈপ্সালব্ধ ঐ পায়!