যার স্পর্শে প্রেম পিনেছো, প্রথম চিনেছো ভালোবাসায়
তুমি হেলায় তারেই করেছো পর! নিষিদ্ধ সরাব-নেশায়!
যে তোমার শাশ্বত সুন্দর! যারে জন্মান্তর ধরে চেনো
হৃদয়ের অলিগলি যার স্বচ্ছ কাঁচ; নিজেরই প্রতিবিম্ব যেনো!
আঘাতে আঘাতে ভেঙেছো সে কাঁচ , দৃশ্য ঘোলাট জল
হাজার রোদনে হবে কি মদনে তুষ্ট; না ফরমান আমল!