আমরা হাঁটছি
আমরা চলছি
জীবন আমাদের মৃত্যুর দিকে ঠেলছে!
আমরা দো'র দিয়ে দো'র খুলছি
রোজ দ্বিধা-দ্বন্দ্বে দুলছি
মৃত্যু-দূত এসে এই জনপদ নিয়ে খেলছে!
আমরা চার দেয়ালে আছি বন্দি
বাঁচার খুঁজছি কতো ফন্দি
তাও সিধেল জীবন-চোর দু'হাত গর্ত থেকে মেলছে!
আমরা জারি করি আহাজারি, বের হওয়া বাড়াবাড়ি
ঘরেই লুকিয়ে থাকি, প্রতিদিন ভয় আঁকি সাবধান পথচারী
তবুও মৃত্যু এসে কেড়ে নেয় প্রাণ,
ভয়ে ভয়ে রব ওঠে সাবধান সাবধান!
কেউ হয় সচেতন, কেউ বা বুক টান দিয়ে বলে কুচনেহি করি আর পরোয়া  
ঘরে বসে মরবো কি? পেটে ক্ষুধা করবো কি।
তাই আত্মঘাতি পথে জড়োয়া!
গরিবের পেটে টান, মানে না এ লকডা'ন
কাজ কাম করেইতো দু'বেলার আহার খান!
কর্তাব্যক্তিরা যতোই মারুক ঝাড়া পথে পথে বের তারা হবেই
ক্ষুধার খুদা কবে ঝাড়ি খেয়ে চুপ রবে, চুপ হবে পেটে ভাত পড়লেই!