ভাগ্যের চাঁদরে কী আছে লেখা;
জানো কী মহাশয় ?
ধরনীর তলে অতিথি তুমি বড্ড স্বল্প সময়।
কী হবে তার বুধ-ভবিষ্যৎ-
নক্ষত্ররা ডাকে রাতে,
শেষ পরিণতি হতে পারে ভয়ংকর দম্ভ আর অহংকারে!
মানবতার শিকড়ে দম্ভের স্থান নাই,
অহংকারী অঙ্গীতে জ্বলে বৃথা চাহনিতে কী'ই বা পাওয়া যায়!
এ নশ্বর পৃথিবী মোরে কী দিবে ক্ষণ জীবনে?
সবই তো রাখিয়া দিয়াছে মাটিতে মেখে-
বড় হতে কীই-বা লাগে? বলো!
জীবন আকাশ মেঘের ঘনঘটা,আপনার তরে ঝরিয়ে দিবে মধুর বর্ষা,
এতো চারটে খানি নয় নয়তো সংকোচন বাড়িয়ে দিবে আপনার মনোবল।