মাটি থেকে জন্মেছে মানব মাটিতেই যাবে ফিরে,
এই ধুলিমাখা মুখ, চিরন্তন সুখ সূদুরে যাবে হারিয়ে।
চিরচেনা সুর, মায়াবী কল্লোল খেয়া তরী ডুবে,
ফাল্গুনী রাতে, বসন্তের দ্বারে জীবনের সমাপ্তি হবে এই বাটে।
জানিনে কেন পাই নি স্মৃতির চিহ্ন-
হতে হতে হবে হয় জীবনও বসন্ত!
আপনার তরে কী দিবো আনি মাটিরও সুভাষ গায়,
এর চেয়ে দামি কী আর হবে প্রভুর প্রিয় দ্বার!
জীবনও সন্ধ্যায় ধীরে ধীরে নামে আঁধার,
আপছা আলো খুঁজে ফেরে হয়তো ঘুমাইয়া হয় অবসান।