কত না স্বপ্ন পূরণ হয়েও হয়নি তো বাস্তব,
মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে আমি মিঠাতে পারি নি কারও সখ।
বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরিতেছি পথে পথে,
রৌদ্রময় দিনগুলো কেটে যায় ঘাসের চাঁদরে শুয়ে।
মায়ের ঔষধ, বোনের পড়াশোনা, ছোট্ট ভাই করে শত আবদার,
কী করে মিঠাই আমি যুদ্ধ করি মনে মনে বারংবার ।
সার্টিফিকেট দিয়ে চাকরি মিলে নি মিলে নি কোনো সম্মান,
টাকার জুড়ে চাকরি মিলে এখানে আমি বড্ড বেমানান।
দশ টাকা দিয়ে পথ চলি আমি অভিমানে প্রেমিকা যায় ভুলে,
ভালোবাসা মান রাখতে গিয়ে কষ্টটা যাবে বেড়ে।
ঠেলাগাড়ি ঠেলতে পারি না লোকে বলবে কটুকথা,
মধ্যবিত্ত হয়েই ঠেকেছি অভিশপ্ত  আমার জীবন ধারা।
আপন মানুষ ও পর হয়ে যায় মিলে না কারও দেখা,
মধ্যবিত্তের ক্রান্তিলগ্নে খোদাই শেষ ভরসা।
কত না স্বপ্ন দেখেছিলাম গেঁথে সুখের মালা,
রাতের আঁধারে চোখে ঝড়ে পানি কে দিবে মোরে সান্ত্বনা।
কত ভাবনা ঘুরে চারিদিকে আকাশে কালো মেঘ,
বৃষ্টিতে হেঁটে চলি তবু পথ হয় না কবু শেষ।  
যদি কবু একটু চাওয়া পূরণ করি
পরিবার থাকে ভালো,
দুঃখের সমুদ্রে সাঁতার কেঁটে জয়ী নিশ্চয়ই হবো।
বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে না কারও দ্বারে,
আমি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে জয়ী হব সংগ্রাম করে।