আমার মরণ হোক এক নিরব স্থানে যেইখানে মানুষ ইবাদত করে স্রষ্টার,
যেইখানে আজরাঈলের কানে বাজিবো
মধুর মতো মিষ্টি আর সমুদ্রের গর্জন।
ওই নীল আসমান  আর ঢেউ খেলা হাওয়ার পরে
উইড়া যাক আজরাঈলের চুল,
সে জানবো, অনুভব করবো সে —
প্রাণ হরণ হইলো তার পরম অর্জন।
প্রাণ লইয়া নীল আসমানের সাদা সাদা ভেলার মতো মেঘের মধ্য দিয়া ভাসতে ভাসতে
যাইবার পথে তারও মন খারাপ হইবো!
যদিও আবার ফিরিয়া আর আইমু না-
চেনা পথ রাইখা তবু সেই অচেনা পথে ফেরি কইরা চইলা যাইবো আর আইমু না!
আমার পাপে মোড়ানো বিদেহী আত্মাটা!
ক্ষমা! নগন্য এই জীবনে কত পাপ হায়;
পারলে নিথর দেহ খান স্নিগ্ধ কইরা দেইখা নিছ।
একটা খবর পৌঁছাইতে পারবি?
-থাক!  
শান্তি লাগতেছে পরম শান্তি।