যদি আমি যাই কখনও হঠাৎ করে মরে,
স্মৃতি গুলো রাখিস আমার যতনেতে মোড়ে।
মৃত্যু সংবাদ শুনে কেউ করিস না তো কান্না,
লাশের পাশে বসে ভাবিস কী লাভ বাড়িয়ে এতো মায়া।
জীবন নাট্যে কত মানুষ হেঁসেছে আমায় দেখে,
তবে কেন বিদায় দিবে চোখের পানি ফেলে।
মরে গেলে এই চোখেতে দেখব না আর হাসি,
অন্ধকারে থাকব শুয়ে সবাই যাবি ভুলি।
ছোট্ট আবদার দিলাম ছুঁড়ে পারলি কেউ রাখিস,
দুটো ফুলে চারা আমার কবরে রোপণ করিস।
মান-অভিমান ভুলে গিয়ে দু-মুঠো মাটি দিস কবরে,
নিরবতাই শেষ ঠিকানা যেতে হবে চলে।
সময় পেলে দাঁড়িয়ে দেখিস আমার কবর,
হৃদয়েতে মোড়ে রাখিস স্মৃতি গুলো মোর।