সরলতম একখানা "মন" নিয়ে—
ভালোবাসাকীর্তন করেছিলাম আগামী শতাব্দীর
কোন এক বর্ষাস্নাত বিকেলসন্ধ্যায় একযোগে!
মৃদঙ্, পাক্ষাওয়াজ আর কিছু রক্ত ফোটা পা গড়িয়ে,
অশ্রুর সহবাস চাওয়া প্রার্থনাপুঞ্জীভূত অবহেলা
শেষের কবিতার অমরত্ব, অরি অরিন্দম মূর্ছনায় গত
সবুজ তটিনীর আনন্দ উচ্ছ্বসিত সবকটা অভিশাপ।
করুণা বিহ্বলতার নিষ্ঠুর মিথক্রিয়া রংধনু চুঁইয়ে
দুপুর দূর্বাঘাসে শতাব্দীর লাল মঞ্চে একক ঘোষণা,
"ভালোবেসে ছিলাম আগামীর জখমে—
                                   এখন আর বাসিনা!"

০৫:০২এম