দিনকে দিন—
একটা মানুষ অনুভূতির চরণ ফেলছে...
আমার হৃদয়ের পবিত্রতম জমিনে!
আমি প্রস্তুত সাজদায় অবনত হতে! কিন্তু!
কিন্তু তাঁর হুজরায়-এ-মুহাব্বাতে আমারি কলিজা, যতন-সম্মানে ইবাদাত মত্ত লীলা-এ-কৃষ্ণ মুরলি সুরে।
বৈরাগ্যের নাটক ন্যায় বিদায়ক "শনি" লিখছেন
আরশ পাসে দেবালয়ে, কতটাইনা স্নেহ ভরে খোদাই যানে!
মেষ রাখাল যিশু অগনিত প্রার্থনায় আসন নিয়েছেন
তাঁর হৃদ-প্যাগোডায় তকদীর পরিবর্তনের সংকল্পে।
তাদের শুকুর গুজার আর সব কর্মফল প্রত্যাখ্যান!
কলিজার বিপরীতে শরীরের সুখ মানজারা-এ-কবর
মুদ্রার দু'পিঠ হে হীন-গৌন-নাদান—
স্বর্গ আছেনা, হোক সেথায় সম তিনটি প্রাণ!
লিখে রেখো চিত্রগুপ্ত লৌহে ক্বলাম!
১২:৪৭এম
১০/০৫/২০