যদি বন্ধু ভাবো বেদনা দাও বুক ভরে
নতুন নতুন যন্ত্রনা কল
নিয়ে এসো ধার করে
যন্ত্রনা দাও বুক ভরে!
শত্রুরাতো পায় না সুযোগ খোজ করে
একশ' আলো যতশত
তপস দুরূহ্ ধ্যান করে
বিন্দু সুযোগ খোজ করে!
বন্ধু পর্ম, পর্ম যাতন দাওনা তুমি খুব করে
যব্ন-স্বজন দাওগো প্রিয়
আলতো তাঁর হাত ধরে
বিন্দু-সিন্ধু সব ভরে!
একেক করে নিরহ্-বিরহ্
লও লও লও দিল স্বরে
প্রথম ও শেষ এই উপহার
দাও ভিজায়ে জল দোরে
বিরহ্ দাও দিল স্বরে!
দাও- দাও- দাও! বন্ধু প্রিয়
যন্ত্রনা দাও খুব করে।
১২/১১/১৯
১২:০০পিম