অনুবাদ হচ্ছে, বিধাতা নারাজ! মানুশ্ মরেছে— মানুশ্ মারছে তাই!
তাঁর কাছে নেই ধর্মের পরিচয় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-ক্রিশ্চান।
তিনি গড়লেন পৃথিবী, দিয়েছেন মানুশ্, ধর্ম দেননি কোন! (ইতিহাসের পাতা)।
মানুশ্ গড়েছে, ফাঁদ পেতেছে ধর্মের নামে নিজের করেছে ক্ষমতার কলকাঠি।
তারা আকাশ দেখিয়ে বিধাতা দেখায় “এটাই শ্রেষ্ঠ ধর্ম”
শ্রেষ্ঠ প্রমাণে রক্তে রক্তে মানুশের যত করা অপকর্ম; ঘাসে— ঘাসে তারায় তারায়!
বিধানে বিধানে মানবতা বলে, মানুশ্ এলেই চোখ পাল্টায়, ভ্রুকুচকায়
বিধাতাকে তারা রক্ষা করছে বাঁচায় বিধাতার ধর্ম— সেকি মানবতার অমানবিক কর্মযজ্ঞ!
কালে কালে গড়া মহামনিষীর চিন্তার কল্যাণ (ধর্ম)
যুগে যুগে দিয়েছে শান্তি, সাম্যাবস্থা, সমান অধিকার কুরআন-পুরান-বাইবেল-ত্রিপিটক
মহাত্মার পরে ব্যাখ্যা চাপিয়ে আজ যত অশান্তি অনাচার, অমানবিক মানব অধিকার!
আর দল বলে “নাই নাই” করে মহানকে অস্বীকার!
খুঁজে ফেরে ফাক লেলিহান আঁগ্ ঘি ঢালার আবসার, কি জঘন্য শিক্ষার ব্যবহার!
আমি বলি— ধর্ম মহান! শিক্ষা মহান! যেখানে শুধু মানুশ্
এছাড়া সব নর জানোয়ার ধর্ম, শিক্ষা (আস্তিক-নাস্তিক) হোকনা পৃথিবীর রব!