ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি-
সত্য বলছি- তোমায় দেখেছি
শোনো, ঈমান বলছি- তোমায় দেখেছি!
হাসপাতালের বেডে
অথবা ঐ চাটাই বিছানো ফ্লোরে,
কাতর কণ্ঠে যন্ত্রনাতে-
কাতরাতে তাঁর "মরে যাই মরে যাই স্বরে"।

ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি-
সত্য বলছি- তোমায় দেখেছি
রাজপথে ঐ যানের চাপায় থেঁতলে মাথায়
জন শোরগোলে-
"হায় হায় হায়, আয় হায় হায় স্বরে!"
                             জটলার ভেতরে।

ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি-
সত্য বলছি- তোমায় দেখেছি
অগ্নিকাণ্ডে, জল-ঘটনায় বিভৎষ ভয় চোখে
অশ্রু, ঊষ্মা রবে- হৃদয় গহ্বরে
                             বরাত বর্বরে!

ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি
সত্য বলছি- তোমায় দেখেছি
বেদম প্রহারে গুজব কান্ডে-
"মার! মার! মার! ধর! ধর! ধর!" ফাঁকে
ক্ষীণ ক্ষীণ ক্ষীণ প্রচন্ড চিৎকারে।
                          প্রকান্ড হুংকারে।

ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি-
সত্য বলছি- তোমায় দেখেছি
মঞ্চ পাতিয়ে, বৈভব সাজে ঠিকাদারদের কথায়
নরক, নরক, জাহান্নাম- এটা হারাম- ওটা হারাম
ভয়- ভয়- ভয়- শুধুইতো ভয়
                                  ভয়েরি এহতেরাম
আমজনতার দিল বন্দরে, ঠেকায়-
                                 ঠিকাদার মুহতারাম।

ঈশ্বর, আমি!
তোমায় দেখেছি-
সত্য বলছি- তোমায় দেখেছি
আয়াত-শ্লোক-ভার্স বদ্ধ
মসজিদ মন্দির গীর্জা পেগোড়ায়,
সেরেফ নামাজ, আর পূজার্চনায়।
তোমার নামের চাদাবাজদের মুখে
এবং সাউন্ড বক্সে-
                                 পরম আদরে
                      প্রফুল্ল সাদরে-সমাদরে।

ঈশ্বর! ওগো ঈশ্বর!
আমি তোমায় দেখেছি
সত্য বলছি- তোমায় দেখেছি
যত পাপ অমানবিক মানবতার মাঝে
যত সুন্দর-অপ-অপরাধের মাঝে!
মিত্থের শুরু-শেষে সমগ্রটার মাঝে!
সমাজের রন্ধ্রে রন্ধ্রে পঙ্কিল রুপ সাজে।
ভালোবাসাহীন কুল কায়েনাত-
                          ছল-ছলাও মাঝে।


আমি বলি ঈশ্বর!
                        কেন?
                        প্রশ্ন তোমার কাছে।
নাকি তুমি নেই! কেউ নেই!
                  এই পরম বিধাতা রাজে?

১৬/০২/২০২০
০৯:২৩পিম