তুমি আমার হতে এসেছিলে—
ভালবাসা-পদ্ম, হাতটি ধরে এ জীবন তরী বাইতে, গোধূলী-বেলায় স্বপ্নটা জোর করে বুনতে
আমায় নিয়ে প্রভাত-দুপুর-সাজে; নিঝুম রাতের গ্রীবায়
অবহেলা— অবহেলায় আড়ষ্ট হতে না এক চুলও,
তাবাস্সুম কখনবা অট্টহাসি নিজেই নিজেকে
দৃঢ় করতে, চোখ দু'টো সাহারা করেছিলে সেতো
অনেক আগেই, তবুও দাড় টেনেই চলতে।
হাতটি আমার ধরতে এসেছিল আজন্মবারের বন্ধনে
বলতে এসেছিলে "ফার্দিস তোকে ভালোবাসি খুব"
এসেছিলে রাজ্যের সমস্ত শুভ আশা বুকে স্থান দিয়ে!
আমি, সেদিন শুনেও করেছিলাম না শোনার
সরলতম অভিনয়, তুমি বুঝেছিলে কিন্তু আমি যে—
অনেক দেরি করে ফেলেছি, অবহেলার স্রোতে
তৈরি করেছি এপার ওপার ব্যবধান ।
আজ শূন্য হাতে আশার-আলো! তোমার আলোর
হ্যাঁ, তোমার সেই আশার-আলো কৃষ্ণ কেটে উষ্ণ-রবির ন্যায় জীবনাকাশে উদয় দিবে সেই প্রতীক্ষা
আজ শুধুই প্রতীক্ষা...