অভিমান! ঘনিষ্ঠতার প্রচেষ্টায় আজকাল প্রচণ্ড,
                                   উত্তর না দেওয়া ব্যস্ততায়!
প্রকাণ্ড কতগুলো দীর্ঘশ্বাস—
মেয়াদহীনতার প্রতিউত্তর খোঁজে সমগ্রময়, কেন?
কেন দেখেও না দেখবার অভিনয়টা কর
পুরোধা-অভিজ্ঞতা-থিয়েটারে আমাদের বিপক্ষে!
আত্মপক্ষ সমর্থনের হোমিওপ্যাথিক দাওয়া কার্যতঃ
বিষফোঁড়ার বিষক্রিয়ায় সাংঘাতিক অস্তিত্বর ফল!
তোমরা হয়তো বোঝো এবং বল "দুঃখিত আর হবেনা!"
আমিও বুঝি আর বলি "থাক! থাক! আমি..."
স্তব্ধতার কাক ডাকা হৃদয়-ভোরে এতিম বাচ্চারমত
মলিন— ম্লান চোখ বন্ধ মুখগুলো সূর্য-স্নিগ্ধতায়
গেয়ে ওঠে জীবনের গান— "আর দশজন দিয়ে সাজানো
তোমাদের করিডোর কিন্তু আমার গুলিস্তানে তোমরা!
জ্বী! তোমরা, শুধুমাত্র দুটি "জুলিয়েট রোজ"; সযত্নে ছোঁয়াচ্ছ!

একটা প্রতিধ্বনি থেকে থেকে লীনের ব্যামোয় যন্ত্রণা—
বসন্ত জোয়ার ভাটায় আমাদের বিপরীতে কতশত তোমরা
এলে আর চলে গেলে, তোমরাও রক্ত নও কিংবা নিশ্বাস
তোমাদের স্পর্শ ছাড়া আমাদের বিপরীতে আমার
বেঁচে থাকা রপ্ত-সুরে মূর্ছিত হতেই হবে; মায়াটা বাড়াচ্ছ।

১১:৫৭পিম
১৪/০৩/২০২০