নেফারতিতি, এখানে সুনীল আকাশ আছে
আছে সমুদ্রের গন্ধমাখা অবারিত বাতাস
প্রিয়তমা, এখানে নিবিড় নির্জনতা আছে
আছে তোমার সুর নিয়ে পাখিদের বাহাস
সুউচ্চ বৃক্ষ মাথা নোয়ায় সবুজ ঘাসের কাছে
নেফারতিতি, তবু এখানে এখন শূন্যতা আছে।
মানুষগুলো এখানে বর্বর, কথা বলে পাছে পাছে
যেন অপরিপক্ব শৈশবের স্বভাব
এখনো তাদের মাথায় নাচে;
তাইতো পঞ্চমীর চাঁদ হয়ে তোমার
কপালের কেন্দ্রে লেপটে থাকার অভাব
নেফারতিতি, জেনেছি তোমার মাঝে নির্জনতা আছে।
সীতাকুণ্ড,চট্টগ্রাম
১০ জানুয়ারি, ২০২৫