স্তব্ধ স্তব্ধ স্তব্ধ
চারদিকে ঘন কাল চোখ
আধারে ঢেকে গেছে সব
বিরহিণীরা জেগে আছে করিতেছে কলরব।
কারও কান্নার আকাশ জেগে আছে
কারও বা ঘুমহীন রাতজাগা।
শিয়ালের হুঙ্কারে জেগে আছে শিশু
এবং জেগে আছে কিছু হতভাগা।
কারও হতাশার আকাশ জেগে আছে
তার রাত্তির নেই কোনো শেষ।
আমিও ক্লান্ত-পরিশ্রান্ত আমি হারিয়েছি
আমার অবশেষ।।
আমিও আমাতে জেগে আছি
কিছুটা হতাশা, আক্ষেপ, আর সাথে নিয়ে কিছু স্মৃতিকাতরতা।
বিস্মিত এই মধ্যরাত।
কেউ হয়তো রুগ্ন শরীর নিয়ে করিতেছে বিদ্রোহ।
অবাক পৃথিবীটা,
কেউ গভীর ঘুৃমে আচ্ছন্ন
কেউ হয়তোবা হতাশার বেড়াজালে মগ্ন।
কেউ তার প্রিয়তমার স্তব্ধতায় ডুবেছে
কেউবা বেলকনিতে নিজেকে হারিয়েছে।
আমার মেলাটোনিন করেছে চলনা।
আমার ঘুম ঘুৃম চোখে ঘুম আসে না।
আমার মস্তিষ্ক কিছুটা পোকার দখলে।
যে পোকা অনলাইন নামক কৃত্রিমতায় বংশ বিস্তার করে।
কখনো ঘুমহীন অথবা তন্দ্রায় আমি থেকে যায়।
কিন্তু,
নিদ্রা আমায় করিতে পারে নাহি গ্রাস।
মাঝে মাঝে সকাল দেখি।
আমি আক্ষেপে ফেলি দীর্ঘ শ্বাস
এই মধ্যরাতে এখনো জেগে আছি
মাঝে মাঝে স্বপ্ন আঁকি মনে
কখনো মনে হয় আমি আজ, হারিয়েছি আনমনে।
মাঝে মাঝে কাউকে খুজার চেষ্টায় থাকি
জাগি বিনিদ্র রজনী।
কেউ আসে না মোর পানে।
পরক্ষণেই আমি হতাশায় চোখ বুজি।
আমি মধ্যরাতের বর্বরতাকে ভয় পাই
সেই মনে পরে পাষণ্ডের হাতছানির কথা।
গভীর ঘুমে আচ্ছন্ন থাকা কিছু মানুষের হাহাকার ধ্বনি শুনতে পাওয়ার কথা
তাদের ভয়ে নির্ঘুম রাতজাগার কথা মনে পরে
গ্রামের দরিদ্র ঘরে তারা হানা দিত
তারা পাষণ্ডের মতো সবকিছু ছিনিয়ে নিত।
তারা আজও আছে আমাদের মাঝে
তবে আজ তারা মুখোশধারী
তাদের কাছে আজ প্রতিটি মুহূর্তই মধ্যরাত
তারা প্রকাশ করে নিজেকে ভদ্রতার মুখোশে।
তারা ছিনিয়ে নেয় সব, ষড়যন্ত্রের বেড়াজালের আভাসে।
তারা আজ প্রকাশিত চোর, তারা আজ প্রকাশিত ডাকাত
তাদের ভয়ে নিরীহের প্রাণ আজ কুপোকাত।
তারা স্বাধীনতার কথার আড়ালে পরাধীনতা দিয়েছে মেলে।
তাদের কারণে আজ সৃষ্টি হয়েছে মধ্যরাত
যে রাতের প্রত্যেকটি ভাবনা কঠোর থেকে কঠোর।
তাদের বেড়াজালে নিম্নবিত্ত, মধ্যবিত্তরা আটকে আছে
তারা আজ সমাজের মুখোশধারী ভদ্র
তাদের মধ্যরাতে আছে জুয়া,নর্তকী আর বাকি সব অভদ্র।।
মহাকালের প্রতীকে মধ্যরাত এক ভয়ঙ্কর সুন্দর
যে রাতে ঘুৃম ভেঙে গেলে চোখে আর ঘুম ফেরে না।
আমিও দেখেছি মধ্যরাত
মাঝে মাঝে আমার মধ্যরাত বঙ্কিমে আর নজরুলে হারায়।
সৃষ্টিশীলভাবে কেউ তখন নিজেকে আবিষ্কার করতে চায়
আমিও তাহাদেরি মতন।
আমার মধ্যরাতে তুমিও এসো তবে,
তোমার পানে আমি চেয়ে রব যবে।
আমার বিনিদ্র রজনী করে দিও সার্থক
আমি হারিয়েছি তোমাতে।।
আজ চলে যায়,
ফিরিয়া আসিব আবার কোনো মধ্যরাতে।।
চিরচেনা সাজে আমায় করে নিও বরণ
আমার মধ্যরাতে তোমায় করিব আবরণ।।
পাখিরা সব হয়ে আছে চুপ
করিতে চাই না আর, অন্য কারো বিদ্রুপ।
আমিও তবে হয়ে যাব চুপ
আমার মধ্যরাতে।
আমি আসিয়া, ফিরিয়া, আবার হারিয়ে যায়
আমার মধ্যরাতে।
স্তব্ধতার ম-ধ্য-রা-তে.........।।।।।
Ratul Hasan(18-02-23)