বাস্তবতার ঘন মেঘ হৃদয় জুড়েছে আমার
       ফিরে চাইবার অবকাশ হয়েছে হাত ছাড়া
   মানুষের ভিড়ে দাঁড়িয়ে নিজেকে খুঁজেছি আবার
       অজান্তেই গাল বেয়ে নেমেছে অশ্রুধারা।
         মন ক্লান্ত,শরীর শান্ত,পাষাণ হয়ে রই
    বিধাতার সেই কঠোর দলিলে করে দিয়ে সই।
      বিষাক্ত বায়ু গ্রাস করেছে পারিপার্শ্বিক সুখ
     অলৌকিক সব রূপ গুলো ভাসছে রাশি রাশি
  স্তম্ভিত আমি,ভয়ভীতি চোখ,বোধহয় মনের অসুখ।
      ইদানিং সব চিন্তাগুলো ভীষণ সাদাকালো
       বয়ে চলে আড়াল করে জীবনের আলো।
      চিন্তাগুলো বাঁধ ভেঙে সব দিচ্ছে মরণ উঁকি
     ঠিক মরুর বুকে ফোটে যেমন একটি সূর্যমুখী।।