ভালবাসতে চাওনি বলে
এককোটি নক্ষত্রের আলোকসজ্জা বিষণ্ণ নিষ্প্রাণ
সময়ের অজ্ঞাত কুঠুরিতে বিষাক্ত গোলাপের ঘ্রাণ,
পল্লব শীর্ষে নুয়ে পড়ে অসহিষ্ণু আক্ষেপের দৌরাত্ম
দেহের স্বচ্ছ জানালায় জমে হিমায়িত এসিড ঘনত্ব।

ভালোবাসতে চাওনি বলে
নীরবতার আগুনে পোড়া কালচে ক্ষতরা ব্যথাহীন
দেয়ালঘড়ির দোলন তীব্রতায় আদুরে শব্দ বিলীন,
নতজানু স্মৃতির ভীরু বলাকা রূপালী ফয়েলে বন্দী
নাগরিক কথার মায়াজালে রোদ্দুর ও কাঁচের সন্ধি।

ভালোবাসতে চাওনি বলে
দেবদারু প্রতিবিম্ব শুষে নেয় আঁধারের যাত্রাপথ
মেঘের ত্বকে মুদ্রিত থাকে শ্রাবণের বিভ্রান্ত শপথ,
ক্যাকটাস কাঁটায় বিদ্ধ আঙুলে গড়ায় অগ্নিলাল
মস্তিষ্কের চোরাগলি পথে হাঁটে সরীসৃপ কঙ্কাল।

ভালোবাসতে চাওনি বলে
বসন্তের বুনো বাতাসে ভাসে পঙ্গপালের দীর্ঘশ্বাস
তপ্ত আগ্নেয়গিরিবুকে জাগে সমাপ্তির জলোচ্ছ্বাস,
খাঁচার লৌহ ফাঁকে উঁকি দেয় আত্মপ্রত্যয়ী চোখ
বিশ্বস্ত চুম্বন-দহনে ভষ্ম আরাধ্য দেবতার শ্লোক।

#ratrii