সদর কাছাকাছি পা রেখেই  থমকেছি
না বলা-কথার ভীড়ও নেহাত কম না,
পরিচিত জুঁইও কি হালকা গন্ধ দিলো
চুপিসারে ভুলে সেই পুরোনো ঘরানা?

বারান্দা আর টেবিলে কথা চালাচালি
কফির ডিজাইন ও সিগ্রেটের ধোঁয়ায়,
কথার সে দলও সময়ে হার মেনেছে।
আত্মসমর্পণই এখন নৈঃশব্দ্য ছোঁয়ায়_

আরও একবার ঘুরে দাঁড়াই  যন্ত্রণায়
ঘর ও বাইরের মাঝেতে শুধুই দরজা,
যখন চোখ দিই সে জুঁই গন্ধের টানে
মন-গভীরে পাই যাত্রার নতুন তরজা।