এক একটা রাত     দেয় নাতো সাথ
           কাটতে চায় না আর,
চুপচাপ কেউ           ঠিক কলা-বৌ
              বাইরে অন্ধকার।

বায়োস্কোপের              নজরে ঢের
             দেয়াল জুড়ে ছায়া,
এগিয়ে যাই           দেখতে না পাই
            এ কোন জব্দ মায়া?

মনের গভীর                হতে নিবিড়
            আকাঙ্ক্ষার এক ভুল,
খুঁজে বেড়াই               মন হাতরাই
           মেলে নাতো একচুল।

এমনি করেই          জাগলে ভোরেই
            ভাসে ভোরাই সুর,
এক নিমেষে                দিল হরষে
             ক্লান্তি অনেক দূর!