ওকে তুমি কী বলবে,মৃত্যু...

হয়তো ঠিকই
আবার বেঠিকও হতে পারে!
এখন ওকে সাঁতরে যেতে হবে
অনেক পথ...

নতুন নাওয়ে বাতাস উঠবেই একসময়
বেহুলাও পৌঁছে যাবে নেতার ঘাট!
জল ছিলো, শ্যাওলা ছিলো,
ছিলো পিচ্ছিল পথ...

দরকার ছিলো শুধুই
কিঞ্চিৎ উষ্ণ আবেদন,
তবেই দেখো
ওখানেই উঁকি দেবে নতুন জীবন...