নবান্ন  যায়  পৌষকে ডাকে
ফল ফলছে  শিউলি  শাখে,
খেঁজুর  রসে  পেট  গুরগুর
শীতে  জমেই  সপ্তমে  সুর।

সংক্রান্তিও  নেই তো  দূরে
মকর  স্নান  নৌকোয়  ঘুরে,
সেসব  দিনতো এখন  গত,
ট্রেনের  যাত্রী  কয়েক  শত।

পোষপাবনের  সেরা  বাহার
পিঠে- পুলির  ছোট্ট  পাহাড়,
চিতই  পিঠাও  নলেন  গুড়ে
হাপুস  হুপুস  পেটটি  পুরে।

পাটিসাপটা  জবাব তো নাই
মিষ্টি কিনলে দেখতেও পাই,  
এমনি  করেই নানান  জেরে
খিদের প্রকোপ যাচ্ছে বেড়ে।