বলা হয় আর কতটুকু
জাহাজের ডুবন্ত অংশের মতই
চুপ করা কিছু গোপনতা
সে যে বরাবরের সঙ্গী
এভাবেই ধুলোর পরে ধুলো
নদীর পারে আলোকিত উজ্জ্বল
সূর্যও ধীরে ধীরে রঙ বদলায়
পাখিদের কলকাকলি যখন তুঙ্গে
তোমার শীর্ণ হাতের উপমায়
কাঁপিয়ে দিলে আমার ধ্বনি প্রতিধ্বনি
একটি দুটি করেই
একসময় জ্বলে উঠলো নক্ষত্রের সংকেত
আমিও বহু আলোকবর্ষের ওপার হতে
ধরতে গেলাম তোমার সেই হাত
পারিপার্শ্বিক পরিস্থিতি সব নাকচ করে দিলো