রেগে আগুন তেলে বেগুন, হলি এখন ভিন্ন,
দোষ না করে  কথার জেরে, সম্পর্কও ছিন্ন,
খোঁজ নিয়ে তো দেখ, দোষী কে?
কাকে এড়িয়েই  কে দোষ ঢাকে!
তবেই কিনা বিচার বিনা করবি সবায় ক্ষুন্ন?