তোমার মসৃণ তুলিতে
এখনো যতটা রঙ রেখেছো,
আঁকা যাবে হয়তো অনায়াসে
আরও কোনো ক্লিওপেট্রার জানু...
তোমার বিক্ষিপ্ত ক্রোধানলে
জ্বালিয়ে রেখেছো যে ভিসুভিয়াস,
ভেতরের মিথ্যে লাভাস্রোত থেকে
তার তীব্রতা করবেই গভীর উদগিরন...
সময় থাকতে এখনো অক্ষরে
হয়ে ওঠো বাঙ্ময় আরও একবার ,
বিচরণ ক্ষেত্র তোমার স্বমহীমায়
উদ্ভাসিত করে তোলো অনন্ত দীপ্র আলোকে...
(বিশ্বকবিতা দিবসের স্মরণে)