আকাশ নীলে  ভরসা  করে,
মিষ্টি রোদে হাওয়ার তোড়ে,
সাদা  সারস  যাচ্ছে  উড়ে।

বাদলা সকাল লাল শালুকে,
ঝাপসা রোদে কালো মেখে,
উঁকি দিয়েই লুকোয় বাঁকে।

মানপাতাতে  মাথাটি ঢেকে,
জামার কোলে  বইটা রেখে,
পথের  শিশু  স্কুলের থেকে।

রঙিন ফানুস  হাওয়া ছেড়ে,
মাঠ  জমিনেই বসত  করে,
মাটির  গন্ধে বুকটা  ভ'রে।

হলদে  সাদা  ঘাসের ফাঁকে,
সবজে  ঘাসও উদাস থাকে,
শিষ পেতে কেউ যদি ডাকে।