দুরত্ব বাড়ে শুধু দৃষ্টিতে নয়
অভিমানী বালিশ তা জানে,
ছেঁড়া তুলোয় জমানো স্বপ্ন
নিয়মিতই পরিনতির টানে।
হতেও পারে চোখের বালি...
কপোল ছোঁয়া বর্ণহীন জল
চক্ষুর ভাষা পড়ে নেয় দ্রুত,
অগোছালো কথা মুক্তধারায়
চলে ওই হরিণশিশুর মতো।
যতিচিহ্ন বাদ রেখেই চলি...
প্রতীক্ষিত হাহাকার একদিন
মরীচিকা দেখেও ছুটে আসে,
নীহারিকার শ্বেতবসন পুঞ্জে
অন্তহীন চোখ,দুরন্ত বাতাসে।
হতেও পারে আমরণের গলি...