সকালে ছিলো বৃষ্টি,
পারি নি দিতে দৃষ্টি।
কোণায় ছিলো ডালা,
হয় নি সাজানো থালা,
সন্ধ্যায় আনি মিষ্টি-
রজনীগন্ধা মালা।
চুনের হলুদ দেয়ালে!
হঠাৎ এলো খেয়ালে-
ওই তো ছবিটা ভাসে,
শাওন ধারার এ মাসে,
হলেও শুকনো চোয়ালে
রবি ঠাকুরই হাসে।
থমকে কিছুটা গেলাম,
ক্ষমাও চেয়ে নিলাম।
ব্যাকুল গলার টানে-
মা বলে উদাস গানে,
'পরশ তোমার পেলাম'।
খুঁজি কথাটির মানে।।
***************************
*** আমার বাইশে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলি।
গতকাল পোস্ট করার পরে জানলাম
বাইশে পেরিয়ে গেলো। তাই কিছু দেরি।