*আলোচ্য বিষয় (300 তে সুমিত্র)
আমি, সুমিত্র দত্ত রায়, আপনাদের কাছে
আজ দুএকটা কথা বলবো। আমার নাম
সংকেত চট্টোপাধ্যায়। সুমিত্র অর্থাৎ বন্ধু
তার দেওয়া (দত্ত) রায় আজ কবিবন্ধুর
কাছে রাখছে, কিছু পরিচয় সহ।
ঈশ্বর যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায় আমার
পিতা। মাতা - বিজনবালা দেবী। প্রাক্তন
আবাস অধুনা বাংলাদেশস্থ বরিশালের
শোলক গ্রামে। বর্তমানে বৃহত্তর কোলকাতা
আমার নিবাসস্থল।
গঙ্গার পারে বাড়ি বলে বহু লেখা এর
বর্ণনায় উজ্জীবিত। 29/04/16 থেকে
বাংলা কবিতা. কমে আশ্রয় পেয়েছি,
আমার মেয়ে সোমালীর হাত ধরে।
এর আ্যডমিনদের সহযোগিতা আমাকে
মুগ্ধ করেছে। সহযোগিতা পেয়েছি সব
কবিবন্ধুর কাছে। তাঁদের মতামতকে
পাথেয় করে আজ 300 কবিতায় পা
রাখতে পারলাম।
এবার কিছুদিন বিশ্রামের পর আবার ...।
নতুন যাত্রা।