স্নান সেরে দেবীর থানেই হাতের ছাপ
খাগড়া কলম, যষ্টিমধু, নানান প্রলাপ
ছেলেটার মুঠোয় ধরা মাটি একহাতে
উজ্জ্বল নয়ন আমার চেয়ে স্বপ্ন রাতে।
বাড়ি হলো গাড়ি হলো টাকার ফোয়ারা
দুপুর না গড়াতেই আসে পুলিশি ইশারা
নাঃ, সবপ্রশ্ন আর তখন অবান্তর ঠেকে
অকস্মাৎ খবর পেলাম গুলিবিদ্ধ ডকে।
মনে পড়ে চোখের মনি ঝড়ে হয় কাবু
বিসর্জনের নাভিমূলে বাতি নিবু নিবু
স্মৃতি প্রাচীর নিমেষেই ফাঁক হয়ে যায়
ফোঁটা দুয়েক অশ্রুজল ঝরে বেদনায়।