কিছু কিছু শব্দেরা উঠে
ঘননীলেই ডুবতে চায়,
চমকিত আলোরা ছুটে
কালো মেঘে পথ হারায়।
তবুও সবুজ সোনার কোলে
সজল ঝাপটা অঢেল ঢলে,
ধানের শীষ বাদলা বোলে
অনিঃশেষে কথাই বলে।
এমনি করেই সাদা কালো
জীবন যুদ্ধে ধরছে হাল,
নতুন কুঁড়ি রঙ ধরালো
বকুল শাখায় বিছায় জাল।