রাতে ভেজা  ঝিরঝির বৃষ্টি
মেঘকোলে  টুপটাপ  জল,
পৃথিবীরই দোলাচলে সৃষ্টি
একবুক  পিপাসার   ফল।

রাতভোর আলোপথে তারা
সময়ের স্মৃতি  খুঁজে  যায়,
অস্বচ্ছতা নিয়ে  দিশেহারা
নামমাত্র বিচার ওরা পায়।

স্মৃতিকথা মায়ারাতে জাগে
রূপ ভরা রূপকথা রয় চুপ,
দেয়ালের কানাকানি লেগে
নীরবেতে পোড়ে যেন ধূপ।

পায়েপায়ে সিঁড়ি পথে যাও
আগুনের পিছে  ছোটে মন,
হালভাঙা পালতোলা  নাও
নিয়মিতই  ঘটায়  অঘটন।