ইচ্ছে করে, মাঝে মাঝে হাওয়াই হয়েই ছুটি,
কপাল খারাপ বারুদ মাপে আমি কেনা গোলাম।
নীল আকাশটা ধোঁয়ায় আমার খাকনা লুটোপুটি,
ইচ্ছে করে,মাঝে মাঝে হাওয়াই হয়েই ছুটি।
সীমিত এই ক্ষমতা নিয়ে কিই বা পেরে উঠি?
আগুন যারা লাগায় তাদের জানাই লাল সেলাম,
ইচ্ছে করে, মাঝে মাঝে হাওয়াই হয়েই ছুটি,
কপাল খারাপ বারুদ মাপে আমি কেনা গোলাম।