সারাটা জীবন কাটলো মিছেই ছাই ঘেঁটে
নানান প্রান্তে ঘুরে জমিয়েছি যত,
হাতড়ে দেখেছি, দেখেছি উড়িয়ে অনেক,
মেলে নি রত্ন কিঞ্চিতও প্রথামতো।
রেখেছি তুলে তা অতীব যত্ন সহকারে
হয়তো কখনও কারুর কাজেতে লাগবে,
আমি যা পারিনি সেটাই তো সব নয়
সন্ধান বোধে নব প্রজন্ম আসবে।
বলা তো যায়না কে কখন হবে দামি
তুচ্ছ আমার এ সাজানো বাগান থেকে,
জীবন ছোঁয়ার নতুন দোলা লেগে
হয়তো বা কলি ফুটবে বৃক্ষশাখে।