চাবুকের শব্দে ছিলাম বোবা কান্নায়।
আঘাত পেয়ে মাঝেমাঝে যেতাম তিস্তায়,
উদার উচ্ছলতায় বানভাসির টানে।
বেশ আয়েসে কাটতো চাঁদনী রঙিন দিন।
পারলাম কই? মন মানে না বলেই ঘরে।
আজ চাবুক নেই, নিষ্প্রভ বারান্দা,
চোখের সে ভয়াবহ রূপ বদলে গিয়েছে?
নিমেষেই দেবীমূর্তি গড়ে, বিসর্জনে।
কোনো আঘাত এখন আর অনুভবে নেই,
বল না, দেবী হলাম কেন? ফিরেছি বলেই?
দৃষ্টি বারবার বোঝায়, আমি সেই চাঁপা,
আর দূরে রেখো না দেবী বলে, দয়া করো।
আমি নই পাথর প্রতিমা, মন মরে নি ,
কুয়োপাড়ে ঠাণ্ডা জলে চাতকের স্নান,
সে কাছে থেকে নেই, অন্ধকারে একা কাঁদি,
বসে আছি প্রতীক্ষায় দীপ কবে জ্বলবে।