ঝোলা থে‌কে বেরোতে বাঘ
সময় একটু লাগে,
নীতি কিম্বা দুর্নীতি দাগ
মোছে ভাবাবেগে।

রাজার বায়না হাজার হাজার
সামান্য দূর থেকে,
চালাই একটা বুলডেজার
যদি মোরগ ডাকে।

যত্ন করেই রত্ন রাখা
পরিকল্পনা মতো,
বুদ্ধিজীবীর তবকে শেখা
গম্ভীর-সংযত।