গুটিকয়েক লোকের জ্বালায়,
বেশিরভাগ আজ বন্দী দশায়!
স্বচ্ছ দৃষ্টি ! লাখেতে এক,
কালো নজর দিচ্ছে ডাক!
সুয্যি বলেন বেশ হতাশে,
লোকজন কেউ নেই বিশ্বাসে!
বাঁচার জন্যে হাত বাড়ালে,
গ্যাস বেলুনে আগুন জ্বলে।
তাইতো আবার ফেরার পালা,
তাত্ত্বিক বোধে দুকান মলা।
স্বপ্নে বাঁচা হাজার লোকে,
দিনে রাতে মরছে শোকে!